Monday, October 14, 2024
Home দেশজুড়ে কুমিল্লার খবর আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এমপি বাহার

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এমপি বাহার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কিুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লার নন্দিত জননেতা এমপি বাহার বিগত নবম,দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের (কুমিল্লা সিটি কর্পোরেশন- আদর্শ সদর উপজেলা) থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। কুমিল্লা সদর আসনটি আওয়ামী লীগের হাতছাড়া ছিল বহু বছর। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর ৬ আসনে আ ক ম বাহাউদ্দিন বাহারকে মনোনয়ন দিলে কুমিল্লা ৬ সদর আসনটি পূণরোদ্ধার করে বিপুল ভোটে জয়ী হন এমপি বাহার। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে কুমিল্লা সদরের সামগ্রিক উন্নয়নে কাজ করেন এমপি বাহার, তার ধারাবাহিকতায় দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বিগত সময়ে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার আন্দোলন, কুমিল্লায় ব্যাপক উন্নয়ন ও করোনাকালে মানুষের পাশে থেকে দেশে-বিদেশে বেশ সুনাম অর্জন করেন। দলীয় নেতা-কর্মী ছাড়াও কুমিল্লার সর্বপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। শনিবার দুপুরে দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের পর থেকে এ নিয়ে সামাজি যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন পেশার লোকজন। বর্তমানে কুমিল্লা-৬ আসনে হেভীওয়েটি নেতা হাজী বাহারের বিকল্প কোন প্রার্থী আওয়ামী লীগে নেই বলে জানান কুমিল্লার মহানগর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ নবেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৬ আসনের (কুমিল্লা সিটি কর্পোরেশন- আদর্শ সদর উপজেলা) জন্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন কুমিল্লা আদর্শ সদও উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল ও মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোখলেছুর রহমান। পরে এমপি বাহারের ঢাকাস্থ কাওরানবাজার অফিসে  মিলিত হন নেতা-কর্মীরা। এসময় এমপি বাহার কন্যা আয়মন বাহার সোনালী, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হোসেন বাহালুল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আহাম্মেদ নিয়াজ পাবেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল সকালে নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে ফরম সংগ্রহ করা হয়। এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান চলছে।

নিউজটি শেয়ার করুন -

আজকের জনপ্রিয়

কুসিক এর দায়িত্ব নিলেন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা

  কুমিল্লার কথা : কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। আনুষ্ঠনিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নেওয়ার পর সোমবার...

সেনাসদস্যের উৎকর্ষতা অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি – সেনাবাহিনী প্রধান

কুমিল্লার কথা : বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১১ মার্চ) কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী...

ফ্রেন্ডশীপ কাপ খেলতে ভারতের আগরতলা সফরে কুমিল্লা জেলা করাতে দল

কথা স্পোটর্স : ইন্ডিয়া-বাংলাদেশ স্পোটর্স ফ্রেন্ডশীপ ফোরাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফেন্ডশীপ কাপ কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে দুই দিনের ভারতের ত্রিপুরা রাজ্যের...

কুমিল্লা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম

কুমিল্লার কথা : কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি। শনিবার ( ২৭ জানুয়ারি ) ১১ টায়...
নিউজটি শেয়ার করুন -