সকলের অক্লান্ত চেষ্টায় এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বুধবার সকালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কুমিল্লা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মুঃ মুশফিকুর রহমান এর সাথে সুধীজন, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় আজ পদ্মা সেতু, মেট্রোরেলের মতো উন্নয়নমূলক স্মার্ট বাংলাদেশ তৈরী হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ হচ্ছে। এই উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মাদকের ছড়াছড়ি থাকলেও তা নিয়ন্ত্রণে কঠোর হবে প্রশাসন। এছাড়া রাস্তাঘাট উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ঈমাম মাওলানা মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানা অফিসার ইনচার্জ এ এম আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী।