Thursday, September 12, 2024
Home দেশজুড়ে কুমিল্লার খবর সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়তে হবে - জেলা প্রশাসক মুশফিকুর রহমান

সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়তে হবে – জেলা প্রশাসক মুশফিকুর রহমান

কথা রিপোর্ট : শুধু রাজনীতিবিদ ও সরকারি চাকরিজীবীদের মাধ্যমে আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। সকলের অংশগ্রহনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। পৃথিবীর অন্যতম একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ।

সকলের অক্লান্ত চেষ্টায় এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বুধবার সকালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কুমিল্লা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মুঃ মুশফিকুর রহমান এর সাথে সুধীজন, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় আজ পদ্মা সেতু, মেট্রোরেলের মতো উন্নয়নমূলক স্মার্ট বাংলাদেশ তৈরী হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ হচ্ছে। এই উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মাদকের ছড়াছড়ি থাকলেও তা নিয়ন্ত্রণে কঠোর হবে প্রশাসন। এছাড়া রাস্তাঘাট উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ঈমাম মাওলানা মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানা অফিসার ইনচার্জ এ এম আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী।

নিউজটি শেয়ার করুন -

আজকের জনপ্রিয়

কুসিক এর দায়িত্ব নিলেন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা

  কুমিল্লার কথা : কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। আনুষ্ঠনিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নেওয়ার পর সোমবার...

সেনাসদস্যের উৎকর্ষতা অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি – সেনাবাহিনী প্রধান

কুমিল্লার কথা : বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১১ মার্চ) কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী...

ফ্রেন্ডশীপ কাপ খেলতে ভারতের আগরতলা সফরে কুমিল্লা জেলা করাতে দল

কথা স্পোটর্স : ইন্ডিয়া-বাংলাদেশ স্পোটর্স ফ্রেন্ডশীপ ফোরাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফেন্ডশীপ কাপ কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে দুই দিনের ভারতের ত্রিপুরা রাজ্যের...

কুমিল্লা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম

কুমিল্লার কথা : কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি। শনিবার ( ২৭ জানুয়ারি ) ১১ টায়...
নিউজটি শেয়ার করুন -