দেলোয়ার হোসেন জাকির : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লার ১১ টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১২১ জন প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে ২৩ টি রাজনৈতিক দলের মনোনীতরা ছাড়াও স্বতনস্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লার ১১ টি আসনে স্বতন্ত্র প্রার্থী ৩০ জন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ১১ জন, বাংলাদেশ তরিক ফেডারেশ ৫, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি) ৭, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট (মুক্তিজোট) ৩, জাতীয় পাটি ১১, ইসলামী ঐক্যজোট ৫, জাসদ ২, জাকের পাটি ১০, গণফোরাম ৩, তৃনমুল বিএনপি ৫, গনফ্রন্ট ৪, কল্যান পাটি ১, কংগ্রস ০ ৫, পিপলস্ পাটি ১, কৃষক শ্রমিক জনতা লীগ ৫ জন, বাংলাদেশ ন্যাশালিষ্ট ফ্রন্ট ২, বাংলাদেশ খেলাফত আন্দোলন ২, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি ১, ন্যাশনাল পিপলস্ পাটি ১, বাংলাদেশ ওয়াকার্স পার্টি ১, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন ১ জন মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার রাত ৯টায় সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।
এদিকে কুমিল্লার ১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে বরুড়া আসনে ১৫ জন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) আসনে ১২ জন, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে ১২ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর ) আসনে ১৪ জন, কুমিল্লা -৪ (দেবিদ্বার ) আসনে ১৪ জন?, কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ জন, কুমিল্লা -৬ (সদর) আসনে ৬ জন, কুমিল্লা -৭ (চান্দিনা) আসনে ১০ জন, কুমিল্লা -৮ (বরুড়া) আসনে ১৫ জন, কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ ) আসনে ৯ জন, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ- নাঙ্গলকোট -লালমাই ) আসনে ৭ জন এবং কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম ) আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
বিকেল চারটায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। দু-একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন জানালেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।
এদিকে নির্দিষ্ট সময় মনোনয়নপত্র নিয়ে হাজির না হওয়ায় ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেয়নি রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।