ক্রীড়া প্রতিবেদক: কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর উদ্বোধন হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বেধনী ম্যাচ চট্টগ্রাম ও লক্ষ্মিপুর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় লক্ষ্মিপুর জেলা দলের সাথে ৮২ রানের জয় পায় চট্টগ্রাম জেলা দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম জেলা দল। ৪৪ ওভার খেলে ১৭৯ রান সংগ্রহ করে। জয়ের লক্ষে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বল খেলে ৯৭ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারায় লক্ষ্মিপুর জেলা দল।
কুমিল্লা ভেন্যুতে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা জেলা ক্রীড়া সহ-সভাপতি কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার নাজিমউদ্দিন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি শামিম ফারুক, ফয়সাল বারূী মজুমদার মুকুল, কাজী শামিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস। কুমিল্লা ভেন্যুতে চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা অংশ নিচ্ছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দারবান, খাগরাছড়ি, লক্ষ্মিপুর, ব্রহ্মনবাড়িয়া, ফেনী, নোয়াখালি।