কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ আর যানবাহনে আগুন দেয়ার মধ্য দিয়ে বিএনপির তৃতীয় দফায় ডাকা অবরোধ চলছে।
বুধবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে যানবাহন চলাচল আগের অবরোধ কর্মসূচির তুলনায় বেশি দেখা গেছে। তবে ঢাকার বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে।
ঢাকার বাইরে বগুড়ায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া আর খাগড়াছড়িতে একটি কভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রাজধানী ঢাকার খিলগাঁওয়ে মঙ্গলবার রাতে একটি বাসে আগুন দেয়ার ঘটনার পর আজ দিনে এখন পর্যন্ত আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঢাকা ও ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো।
ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আজও তালাবদ্ধ অবস্থায় ছিলো। সেখানে দলটির নেতাকর্মীদের কোন তৎপরতা না থাকলেও পুলিশের কড়া প্রহরা দেখা গেছে।
এর আগে মঙ্গলবার রাতে অবরোধের সমর্থনে চট্টগ্রাম, সিলেট, ফেনী, সিরাজগঞ্জ, নরসিংদী, ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় মশাল মিছিল বের করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো।
তবে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার মতো শহরগুলোয় কিছুটা যানবাহন চলাচল বেড়েছে বলে জানা যাচ্ছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহন
তৃতীয় দফার অবরোধের শুরুতে রাজধানী ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম দেখা গেছে। মহাখালী বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার বাসের জন্য ভোরে সাধারণত যাত্রীদের ভিড় থাকলেও আজ তেমনটা দেখা যায় নি।
তবে কিছু কিছু এলাকায় যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা চোখে পড়লেও সড়কগুলোকে ব্যক্তিগত যানবাহন খুবই কম দেখা যাচ্ছে। ঢাকার অন্যতম ব্যস্ততম বিজয় সরণীতে অল্প কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসগামী ও শ্রমজীবী মানুষে চলাচল বাড়ছে এবং বাস স্টপেজগুলোতে লোকজনের ভিড় বাড়ছে।
বিবিসি সংবাদদাতা শাহনেওয়াজ রকি গাবতলী থেকে জানাচ্ছিলেন যে সেখানে বাস টার্মিনালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। তবে সিটি সার্ভিসের কিছু বাস ওই এলাকায় চলাচল করছে এবং আগের অবরোধগুলোর তুলনায় আজ ব্যক্তিগত গাড়ীও কিছুটা বেশী দেখা যাচ্ছে বলে জানিয়েছেন। তিনি।
নগরীর মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান দেখা গেছে।
গত কয়েকদিন ধরে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে রাজধানীসহ সারা দেশে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।