লাইসেন্স নেই রিজেন্ট হাসপাতালের, উওরা,ঢাকা। র্যাবের অভিযানে আটক ৮ , করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে হাতিয়ে নিয়েছে সাড়ে তিন কোটি টাকা। হাসপাতালের চেয়ারম্যানের সঠিক শাস্তি প্রদান করবেন বলেছেন – জনাব. সরোয়ার আলম স্যার , নির্বাহী মাজেসটেট, র্যাব। এই মূহুর্তে বাংলাদেশের অসহায় মানুষগুলো আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে, যদি আপনার দ্বারা সঠিক বিচার হয়। কারণ, আপনার প্রতি বাংলাদেশের মানুষের বিশ্বাস ও ভরসা আছে। আপনার মিশনগুলোতে যেন আপনি সঠিকভাবে সফলতা হতে পারেন , সাধারণ মানুষ সবসময় চায়।