কুমিল্লার কথা : ‘হৃদয় দিয়ে হার্টকে জানুন’ এই স্লোগান কে ধারণ করে হার্ট কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কুমিল্লার আয়োজনে বছর ব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা ওয়াই ডব্লিউ সি এ স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
হৃদরোগ সম্পর্কে শিশুদের সচেতন করতে হার্ট কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কুমিল্লা এ বছর কুমিল্লা ওয়াই ডব্লিউ সি এ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন শুরু করে।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে হার্ট ও হৃদরোগ সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন হার্ট কেয়াার ফাউন্ডেশন বাংলাদেশ কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক তৃপ্তীশ চন্দ্র ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাক্তার মল্লিকা বিশ্বাস, ওয়াই ডব্লিউ সি এ এর সাধারণ সম্পাদিকা আইরিন মুক্তা অধিকারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলি চৌধুরীসহ অন্যান্যরা।