Monday, December 11, 2023
Home দেশজুড়ে কুমিল্লার খবর ৮ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন উদ্বোধন করেন এমপি...

৮ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন উদ্বোধন করেন এমপি বাহার

কথা রিপোর্টঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়ন বিশ্বকে চমকে দিয়েছেন। একের পর এক ফ্লাইওভার নির্মাণ করে তিনি ঢাকার উপরে আরেকটি ঢাকা তৈরী করে দিয়েছেন। বাঙ্গালী জাতিকে তিনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দিয়েছেন। এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে প্রধানমন্ত্রী উপচেপড়া ঝুড়ির দেশে রুপান্তর করেছে। এই অক্টোবর -নবেম্বর মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বিত মাস। গত দেড় মাসে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের অত্যাধুনিক তৃতীয় টারমিন্যাল উদ্বোধন, রূপপুর পারমাণবিক কেন্দ্র উদ্বোধন, ঢাকাজুড়ে মেট্রোরেল চালু, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেললাইন ও বিশ্বের অন্যতম নান্দনিক রেলস্টেশন উদ্বোন সহ সহ অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে এ দুই মাসে । শেখ হাসিনা ২০২৩ শেষ দিকে এসে যে উন্নয়নে ট্রেনের হুইসলাল বাজিয়েছেন তা থামবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে। বাঙ্গালী জাতি ১৯৭০ সালে৷ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছে,এবার শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ খাকলে পাবে স্মার্ট বাংলাদেশ। আপনার সন্তানদের জন্য এক সুন্দর বাংলাদেশ গঠনে শুধু নৌকায় ভোট দিলেই চলবে না, নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে। গতকাল রবিবার (১২ নভেম্বর) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকার ৮ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন উদ্বোধন ও এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাজী বাহার এমপি। এমপি বাহার আরও বলেন, বিএনপি-জামায়াত, যতই ষড়যন্ত্র করুক, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য যতই অরাজকতার সৃষ্টি করুক কোনো লাভ হবে না। এ দেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যেভাবে উন্নয়ন করেছেন এই উন্নয়ন দেখে জামায়াত বিএনপির হিংসা হচ্ছে। তাই তারা বাসে আগুন দিচ্ছে, পুলিশ হত্যা করেছে। দেশকে পিছনে নিতে দেশের সম্পদ নষ্ট করছে। এ সময় দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে দুই হাত তুলে সমর্থন জানান। গতকাল রবিবার সকাল ১১ টায় নগরীর চোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সাজু, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, সদস্য মিজানুর রহমান ইরান, কাউন্সিল হানিফ মাহমুদ, মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এনামুল হক এনাম, সহ দপ্তর সম্পাদক নাঈমুল হক হিমেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি বাহার নগরীর নজরুল এভিনিউ’র ফরিদা বিদ্যায়তন এর নতুন ভবন, ঈশ্বর পাঠশালার নতুন ভবন,নেউরা এম আই উচ্চ বিদ্যালয় ও নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, হাজী আক্রাম আলী উচ্চ বিদ্যালয়েরর নতুন ভবন, শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। রবিবার সন্ধায় কোটবাড়ি টিচার্স টেনিং কলেজের৷ ৫তলা বিশিষ্ট নতুন ডরমেটরি ভবন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আলী ইমাম। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া পারভীন। এসময় এইচএসটিটিআই কুমিল্লার ভারপ্রাপ্ত পরিচালক মো. কামরুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন -

আজকের জনপ্রিয়

৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস

কুমিল্লার কথা ডেস্ক : ৮ ডিসেম্বর ঐতিহাসিক কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় কুমিল্লা জেলা। পাকিস্তানি সেনাদের সারিয়ে এদিন পুরু...

কুমিল্লা-৬ আসনে এমপি বাহারেরর নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

কুমিল্লার কথা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সিটি কর্পোরেশন ও আদর্শ সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম...

মনোনয়ন বাছাইয়ে কুমিল্লার ৫ আসনের বাতিল ২৬, বৈধ ২৮, স্থগিত ৯

দেলোয়ার হোসেন জাকির ঃ কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এই ৫টি আসন থেকে ভোটে লড়তে মোট ৬৩...

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

কথা স্পোটর্স : কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলা দল। শুক্রবার (১ ডিসেম্বর)...
নিউজটি শেয়ার করুন -