Saturday, April 27, 2024
Home দেশজুড়ে কুমিল্লার খবর নীতি, আদর্শ ও সততার লড়াইয়ে এবারও বিজয়ী হবেন এমপি বাহার

নীতি, আদর্শ ও সততার লড়াইয়ে এবারও বিজয়ী হবেন এমপি বাহার

দেলোয়ার হোসেন জাকির : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র কয়েকদিন পরেই। এবারের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১২তম সাধারণ নির্বাচন, যা এই ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২০২৩ সালের ১৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে সরকার গঠন করে। কিন্তু এই নির্বাচন আর আওয়ামীলীগ সরকারের পথ চলার পুরোটা সময় জুড়েই ছিলো ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়েই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এত দূরে এসেছেন। ঠিক তেমনিভাবেই কুমিল্লা-৬ আসনের মাননীয় এমপি হাজী আকম বাহাউদ্দিন বাহারকেও পাড়ি দিতে হয় শত-সহ¯্র ষড়যন্ত্রের জাল। অনেক দৃশ্যমান ও অদৃশ্য শত্রু যে এমপি বাহারের জনপ্রিয়তা কমাতে কাড়াকাড়ি ও মারামারি করে, এর মূল কারণ কী?
আদর্শ। নীতির লড়াই। সততার লড়াই। আওয়ামী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নির্বাচনে না আসা জামাত-শিবির জোট অংশ নিতে পারবে না, এ কথা বলা যদি অপরাধ হয়, তাহলে তো একদিন এদেশে আওয়ামীলীগের রাজনীতি করাও অপরাধ হয়ে দেখা দেবে। এখন যেমন কুমিল্লার ইতিহাস-ঐতিহ্যকে, কুমিল্লার নিজস্ব সম্পদকে, কুমিল্লার হারানো সম্মানকে সংরক্ষণের জন্য এককভাবেই চেষ্টা করে যাচ্ছেন এমপি বাহার। এমপি বাহার যে কাজেই হাত দেবেন, ঝাঁপিয়ে পড়বে সেই শত্রু জোট বেঁধে। কুমিল্লা টাউন হল আধুনিকায়ন করবেন, সারা দেশে ঐতিহ্য রক্ষার বন্যা বয়ে গেল। এখন যে ওই টাউন হল খুলে খুলে পড়ছে, মলমূত্রের দূর্গন্ধে কুমিল্লা টাউন হল ব্যবহার করা যায় না, ও দিকে কারো দৃষ্টি নেই একেবারেই। কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেছেন এমন ৫ জন ডিসি এসপি বলেছেন এমপি বাহার মহোদয় কখনো একজন অন্যায়কারির পক্ষে অবস্থান নিয়ে আমাদের কাছে তবদির করেননি। দেখা যায় ষড়যন্ত্রকারি মাদক কারবারির গডফাদার, ভূমিদস্যু ও ক্রিমিনালরা আজ একজোট হয়ে ষড়যন্ত্রে ব্যস্ত কুমিল্লার বাহারকে নিয়ে। সকল ষড়যন্ত্র ভেঙ্গে বাহার এগিয়ে যাবে তাঁর আপন গতিতে। অতিতের মতো।
বৃটিশে আর বাঙালিতে এককালে ছিলো এক আদর্শিক লড়াই। বাঙালিকে হারাতে তাই বৃটিশ কী না করেছে! কিন্তু ইতিহাসের নির্মম সত্য হচ্ছে যে এভাবে শেষ জেতা জেতা যায় না। যেমন জিততে পারেনি আগ্রাসী বৃটিশ।
মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি মধ্যপ্রাচ্যের খনিজ তেলের জন্য ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে নানা কায়দায় যেভাবে গণহত্যা চালাচ্ছে, এটাই ইতিহাসের শেষ শিক্ষা নয়। আরও শিক্ষা রয়েছে সামনের দিনগুলোতে। তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। এবার এটা স্থানীয় রাজনীতির ক্ষেত্রেই হোক, আর আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেই হোক।
একদিন নিশ্চয়ই প্রমাণিত হবে এমপি বাহারের কতো আপন থেকে আপনতর রাজনৈতিক নেতা ছিলেন। এম পি বাহারকে ঠেকানোর জন্য অসংখ্য ষড়যন্ত্র চলেছে। আর কতো ষড়যন্ত্র চলবে, জানি না। তবে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অতীতের মতো আবারো বিজয়ী হবেন এমপি বাহার, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়।

নিউজটি শেয়ার করুন -

আজকের জনপ্রিয়

কুসিক এর দায়িত্ব নিলেন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা

  কুমিল্লার কথা : কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। আনুষ্ঠনিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নেওয়ার পর সোমবার...

সেনাসদস্যের উৎকর্ষতা অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি – সেনাবাহিনী প্রধান

কুমিল্লার কথা : বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১১ মার্চ) কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী...

ফ্রেন্ডশীপ কাপ খেলতে ভারতের আগরতলা সফরে কুমিল্লা জেলা করাতে দল

কথা স্পোটর্স : ইন্ডিয়া-বাংলাদেশ স্পোটর্স ফ্রেন্ডশীপ ফোরাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফেন্ডশীপ কাপ কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে দুই দিনের ভারতের ত্রিপুরা রাজ্যের...

কুমিল্লা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম

কুমিল্লার কথা : কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি। শনিবার ( ২৭ জানুয়ারি ) ১১ টায়...
নিউজটি শেয়ার করুন -